প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি কি ভাবো আমার কথা-প্রদীপ হালদার আজ আমি প্রশ্ন করি তুমি কি ভাবো আমার কথা নাকি ভালোবাসার অভিনয়ে তুমি বিরহ যন্ত্রণা। গোপনেতে প্রেম আসে,আসে ভালোবাসা প্রকাশেতে ভেঙে পড়ে,গড়ে বিরহ যন্ত্রণা। ভাঙা গড়া তোমার হাতে জীবন আমার তোমার সাথে মরণেতে মুছে গিয়ে থাকবো না আর তোমার পাশে। জানি তুমি ভুলে যাবে আমার যত কথা স্মৃতি হয়ে থাকবো না আর থাকুক যত ব্যথা। তুমি আছো ততদিন যতদিন আমি মরণেতে মুছে গিয়ে হবো নাকো স্মৃতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।