আমাদের কথা খুঁজে নিন

   

ভাবো

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । আজকাল নাকি জোড়ায় জোড়ায় মিলে লিখতে হয়? আজকাল নাকি বিপরীত পথে শব্দ খোঁজা হয়? আজকাল নাকি কাব্য লিখতে প্রেমে পড়তে হয়? আজকাল নাকি সাহিত্যের জন্ম পরকীয়ায় হয়? এ সব কথা কানে দিয়ে কান ঝাঁঝলো কে? কে গো আবার যার ঘরটি, নতুন কবি ভেঙ্গেছে! আজব লাগে সুনীল, রবী, মধুর কথা ভেবে তাঁরাও কি লিখত নাকি এমন কিছু শিখে? কি লিখি আর লজ্জা এলো আঙুল গুলোর মাথায়, লিখতে গিয়ে পাচ্ছি ব্যথা শোনা নানান কথায়! কান শোনাকে মিথ্যে না হয় বলি এই প্রহরে, চোখ দেখাকে কেমন করে মিথ্যে সাজাই ওরে! ছিঃ ছিঃ ছিঃ ধিক তোদের ওই, কাব্য লিখার তরে অন্যের বুকে পা রেখে তোরা লিখিস কি করে? ঘরের মাঝে প্রেমের মীরা আরাধনায় মরে বাইরে কেন রাঁধা করিস ধরে যারে তারে? দিন আনিতে দিন খেয়েও রাখে বুকের মাঝে সেই মানুষকে ভাবিসনি কি তোদের লিখার মাঝে। সত্য বলি এমন মানুষ হয়না কারো পথ ঘরের মানুষ রেখে যারা বাইরে থামায় রথ। উপন্যাসের জন্ম দাও এক নতুন এই শতাব্দে যার প্রতিটি শব্দ যেন হাসে তোমার গর্বে। পর লিঙ্গের সাহায্যে নয় নিজের ভাবে লিখো মানুষ হয়ে মানুষ হও নতুন করে ভাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।