আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটের আন্দোলনকারীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী !!

বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেছেন, কঠোর কিভাবে হতে হয় তা তার সরকারের জানা আছে। বুয়েটের শিক্ষকদেরও কঠোর সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষকরা ক্লাসে তাদের ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন কিভাবে বোতলে রক্ত ভরে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়। ” শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা সবসময়ই সমঝোতার ভিত্তিতে সমাধান করতে চাই। কঠোর হতে চাই না। কিন্তু কিভাবে কঠোর হতে হয়, সেটাও আমাদের জানা আছে। ” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “একেক সময় একেক জনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এতে ছাত্র-ছাত্রীদেরই ক্ষতি হচ্ছে।

” ওয়ান ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়কার পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই পরিস্থিতি যদি আবার সৃষ্টি হয়, তাহলের কেউই রেহাই পাবেন না। যারা এর পক্ষে সোচ্চার তারাও রেহাই পাবেন না। তবে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে এই পরিস্থিতির আর পুনারাবৃত্তি না হয়। ” ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.