বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ রায়হানকে হলের কক্ষে ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুয়েটের কবি নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষে থাকেন আরিফ। তাঁর সহপাঠীরা প্রথম আলো ডটকমের কাছে দাবি করেছেন, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ৩-৪জন পাঞ্জাবি পরিহিত লোক তাঁর কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। প্রাথমিক অবস্থায় জানা গেছে, আরিফের মাথার খুলি সরে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুত্র আরেকটু বিস্তারিত জানতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।