উপাচার্য ও উপ-উপাচার্যের কক্ষে হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ এনে বুয়েটের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েটের সহকারী রেজিস্টার (নিরাপত্তা) গোলাম কুদ্দুস খান রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় ২টি মামলা দায়ের করেন। মামলায় মোট ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে।
বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডঃ আতাউর রহমান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ডঃ ইশতিয়াক আহমেদ ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ডঃ এহসানের নামও রয়েছে এ মামলার আসামীর তালিকায়।
প্রথম মামলায় আসামী করা হয়েছে ২০ শিক্ষক ও ৫ শিক্ষার্থীকে।
উপাচার্যের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
২য় মামলায় আসামীর তালিকায় ১৯ শিক্ষক ও ৫ শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামী দেখানো হয়েছে আরও ৫০ জনকে। উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের কক্ষে হামলা, ভাংচুর ও নথি তছনছের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলায় আসামির তালিকায় থাকা শিক্ষকদের মধ্যে শিক্ষক সমিতিরসহ সভাপতি অধ্যাপক মাকসুদ হেলালি ও ডঃ মাহবুব রাজ্জাকও রয়েছেন।
এদিকে মামলা হওয়ার পর একদল পুলিশ রাতেই ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের কিছু সময় ঘিরে রাখে। এ সময় শিক্ষার্থীদের মাঝে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থী সূত্রে জানা গেছে- রোববার বহিরাগত ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের দরজায় লাথি মারে এবং আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এর জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। শিক্ষার্থীদের দাবি-ছাএলীগ উপাচার্যের প্রপাগান্ডা বাস্তবায়ন করছে।
উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে তাদের কুশপুত্তলিকা পোড়ানোর পর রোববার পদত্যাগের জন্য তাদের আরেক দফা সময় বেঁধে দেয় বুয়েটের শিক্ষার্থীরা। তারা অচল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে রাতেও কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা বলেছে, আজ সোমবার (সেপ্টম্বর ৩) সকাল ১১টার মধ্যে পদত্যাগ না হলে কঠোর কর্মসূচি তারা দিবে। তাদের এ কর্মসূচিতে একাত্ম শিক্ষকরাও, যারা প্রথমে উপাচার্য ও উপ-উপাচর্যের পদত্যাগের দাবি তুলেছিলেন।
উল্লেখ্য, শনিবার বিক্ষোভের পর উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে রোববার সকাল ১০টার মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল শিক্ষার্থীরা।
কিন্তু সে ধরনের কোনো ঘোষণা না আসায় রোববার বেলা ১১টার দিকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে শিক্ষকরাও যোগ দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।