আমাদের কথা খুঁজে নিন

   

পালাতে চাই

গভীর রাতে স্বপ্ন ভেঙ্গে যায় দুঃস্বপ্নের আঘাতে অপেক্ষায় থাকি কোন এক অশরীরী যদি আসে ঘুম পাড়াতে। "ঘুম পাড়ানী মাসী পিসী মোদের বাড়ি এসো গহীন কালো চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও।" ঘুম পাড়ানী ঘুম পাড়াতে আসে না আসে কেবল ভীতি, আশংকার সঙ্গে নিঃসঙ্গতা; একা থাকা থেকেই এদের জন্ম সাথে আছে নির্জনতা! শুয়ে শুয়ে শব্দ শুনি ঝিঁ ঝিঁ পোকার ডাক, শিয়ালের গোঙানী। টুপটাপ শিশির পড়ার শব্দ, শোঁ শোঁ বাতাস বয়ে যায়- ডাকে হুতোম পেঁচা করতে মানুষ জব্দ। তারপর আস্তে আস্তে জানালার ফাঁকে ভোরের আলো উঁকি দিয়ে আমায় দেখে। আবার শুরু হয় কোলাহল পাড়ার শিশু পড়া শুরু করে, "পাখি সব করে রব রাতি পোহাইলো।" একসময় রোদ দুপুরের বুকে আশ্রয় নেয় তখন খুব ক্লান্ত মনে হয়- মন রবি ঠাকুরের গান গায়, "ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু।" আমি জীবন থেকে পালাতে চাই, পালিয়ে মরনের বুকে আশ্রয় চাই এতো পালিয়ে... বাঁচারই মতো আমার কাছে! রিয়া ২০০১ ছবিসূত্র:ইন্টারনেট থেকে নেয়া।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.