আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রির মতোন পালাতে থাকি আলোর ভেতর

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

রাত্রির মতোন পালাতে থাকি আলোর ভেতর শাফিক আফতাব............ বেলুনের দেহ তোমার, তাই আমি প্রত্যহ সেলুনে যাই খোঁচা খোঁচা আচড়েঁ যাতে ঘাই না লাগে তুলতুলে অনুভবে তাই অতিযত্নে আমি বাজাই সানাই কোনো যাতে ভুল না হয় রাত্রির উৎসবে। তুমি ক্রমশ গোলাপ হয়ে ফোটো, তখন ঠোটেঁ ঝরে স্বর্ণশিশির রক্তে শুরু নির্জন নদীর কলতান তুমি কাছে এসে আরও হয়ে পড়ো সুনিবিড় ক্রমশ আমি ছুঁইতে থাকে আবহমানতার বাথান।

শরীরের কানায় কানায় অনুভব ভরে ওঠে ভালোলাগার আস্বাদে অবসাদে মুখে লেখে মধুরস তুমি হয়ে ওঠো অসম্ভব রকমের সরস ওদিকে পাখি ডাকে, আযান হয়, ভোরের আলো ফোটে। আলগোছে চোখ বুজে রাত্রির মতোন পালাতে থাকি আলোর ভেতর তোমার ভিতরে মিলিয়ে গিয়ে দিয়ে যাই__একটি স্মরণীয় প্রহর। ২৭.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।