জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহুর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা যুদ্ধে হেরে যাচ্ছি, তবু আবার যুদ্ধে নামছি। একটা জয়ের আশায়।
কখনো কখনো কারো কাছ থেকে পালিয়ে থাকতে মন চায়।
নিজের নীচতা, ক্ষুদ্রতা, বিবেকের দংশন, নিজের অপারগতা গুলো বার বার বলে- পালিয়ে থাক রোমান, পালিয়ে থাক। খুব প্রিয় বন্ধু নোবেল, শাকিল, বাপ্পি, অপু। এদের কাছ থেকে পালিয়ে ছিলাম এতদিন। ফেসবুক আর ইয়াহুর যুগে পালিয়ে থাকাটাই অসম্ভব। কতবার হাতের কাছে পড়ে গেছে- কিন্তু এড রিকোয়েস্ট পাঠাইনি কখনো।
সবসময় একধরনের হীনমন্যতায় ভুগেছি। এখনো ভুগি। তাই পালাতে চাই। অনেক দূরে, এতদিন যেভাবে পালিয়ে ছিলাম। কাছে আসার যোগ্যতা আমার নাই।
তাই হারিয়ে যাওয়া আর পালিয়ে যাওয়াই আমার একমাত্র পথ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।