আমাদের কথা খুঁজে নিন

   

পালাতে চাই তোকে নিয়েই........।

নিজেকে হারিয়ে খুঁজি

পালাই পালাই তুই তো করিস! বোবার ছলে দূরেই সড়িস! নাও-ভাঙা মোর ডুবেই আছে- পারলে টেনে -নে তুই কাছে। ভয় কি আমার নদীর পানায়? দম কাড়া -তো তোকেই মানায়। দিলাম নাহয় তোকেই সে শ্বাস থাকবো কাছে- ছিল সে আশ। নীল জানালায় পাইনা খুঁজে পলকবিহীন অবুঝ বুঝে- দেখবো বলে- থাকি আশায় কথা ছাড়া- বোবা ভাষায়। দাপট বলেই তুই যে আপন জাগাস বুকে ভীরু কাঁপন! তোরই সুরে সূর মিলিয়ে উঠে ভূবন ঝিলমিলিয়ে। লাজ কি সখী- করতে স্বীকার শেখালি গান- মালবিকার! তুই ই আমার সূরের পাখি! তাই তো বুকের ভেতর রাখি। রুক্ষ দুপুর- সুক্ষ্ণ ব্যাথায় যায় পেরিয়ে অলসতায়। থাকিস বুকের শব্দ হয়ে বেচে থাকার সময় ক্ষয়ে। বাঁধব ভাল-বাসার সে নীড় হাটবো দুজন- দুঃখের সে তীর। (বরুণার এই কবিতার জবাব ) পালাবি কোথায়??????? Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.