আমাদের কথা খুঁজে নিন

   

পালাতে গিয়ে ঢাকা এয়ারপোর্টে ধরা খাইলেন শাহবাগী নেতা ইমরান সরকার

মত প্রকাশে আপোষহিন।

তথাকথিত গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা দিয়েছেন রাজধানীর বিমানবন্দর থানার পুলিশ। আজ শনিবার রাতে তিনি কানাডা যেতে চেয়েছিলেন। রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। বিদেশে যেতে কেন বাধা দেয়া হলো, এ বিষয়ে পুলিশের কাছে ডা. ইমরান জানতে চাইলেও তাকে কোনো উত্তর দেননি পুলিশ কর্মকর্তারা।

তারা শুধু জানান, ‘আপনাকে দেশের বাইরে যেতে না দিতে উপরের নির্দেশ আছে’ বিমানবন্দর থানার পুলিশ সূত্র এসব তথ্য জানায় । বিএনপি, জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের চলমান সরকার বিরোধী আন্দোলনে ‘ইসলামপন্থী জঙ্গিরা’ মাঠে নেমেছেন বলে তথাকথিত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের অভিযোগ। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ডা. ইমরানসহ জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে তাদের মধ্যে অনেকে বিদেশে চলে যেতে চাচ্ছেন বলে গুজব আছে। এর মধ্যে গণজাগরণ মঞ্চের অনেকে আত্মগোপনে চলে গেছেন।

ডা. ইমরানও শনিবার বিদেশে চলে যেতে চান। তিনি তিনদিনের জন্য কানাডা যেতে চাচ্ছিলেন বলে তার ঘনিষ্ঠদেরকে জানিয়েছেন। তবে পুলিশের বাধার কারণে তিনি বিদেশে যেতে পারেননি। তাকে ‘উপরের নির্দেশে’ বিদেশে যেতে বাধা দেয়া হয়নি। তথাকথিত গণজাগরণ মঞ্চের ডা. ইমরানের ঘনিষ্ঠজনদের মধ্যে গুজব আছে, ডা. ইমরান কোনোভাবে বিদেশে যেতে পারলে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে না পারলে তিনি আগামী কয়েক বছর পর্যন্ত দেশে ফিরবেন না।

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে থাকা নিরাপদ নয় বলে তিনি মনে করছেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের ব্যানারে আন্দোলন করে দেশ, বিদেশে আলোচিত হয়ে উঠেন ডা. ইমরান। ডা. ইমরানের ঘনিষ্ঠ গণজাগরণ মঞ্চের এক কর্মী অভিযোগ করেন, ‘নির্বাচন সামনে রেখে হেফাজত ১৩ দফার বাস্তবায়নের নামে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর সংগঠনটি সমাবেশ কর্মসূচিরও ঘোষনা দিয়েছে। হেফাজত মাঠে নামলে গণজাগরণ মঞ্চকেও সরকার মাঠে চায়।

এজন্যই ডা. ইমরানকে আপাতত সরকার দেশের বাইরে যেতে দিতে চাচ্ছে না। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.