আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। আমার কাছে জীবনের মানে হল, অল্প কিছু টাকার কাছে বিক্রি হওয়া ভালোবাসা পেতে চেয়ে, চড় খাওয়া আমার কাছে জীবনের মানে হল, অফিসের বসকে তেল দেওয়া ইলিশ মাছ খেতে চেয়ে, ঘুষ খাওয়া মানুষ মারার কারিগড় আমি, আমাকে তোমরা প্রণাম কর। আমার আদর পেতে হলে, টাকা লাগবে-অনেক টাকা আমাকে তুমি কুকুর বল, কামড়ে দেব তোমার পায়ে; এমন কামড় দেব- ভালোবাসা কারে বলে; বুঝবে তবে তুমি। নষ্ট আমি, ভণ্ড আমি, আমাকে তোমরা রাজাকার বল; দেশ বেচব, মানুষ বেচব মানুষ মারার কারিগড় আমি, আমাকে তোমরা প্রণাম কর। আমার কাছে জীবনের মানে হল, শীশার টানে মাতাল হওয়া একটি সেতু গড়ব বোলে, প্রমোদ গোনা আমার কাছে জীবনের মানে হল, ইয়াবা খেয়ে মিছে সুখ পাওয়া দেশ গড়ার হরতাল বোলে, অস্ত্র কেনা মানুষ মারার কারিগড় আমি, আমাকে তোমরা প্রণাম কর। আমার সন্তান হতে হলে, মরতে হবে- লড়তে হবে আমাকে তুমি মানুষ বল, মানুষ হবার যোগ্য আমি নই; এমন মানুষ হব- জীবনের মানে কারে বলে, বুঝবে তবে তুমি। নেতা আমি, জনতা আমি, আমাকে তোমরা দেশ প্রেমিক বল; দেশ গোড়ব, যুদ্ধ করব মানুষ মারার কারিগড় আমি, আমাকে তোমরা প্রণাম কর। জীবনের মানে বোঝা কোন সহজ কবিতা নয়; তবু আমার কাছে জীবনের মানে হল, মানুষ মারার কারিগড় আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।