আমার সচারচর একাই থাকতে ভাললাগে,একা...একদম একা,চুপচাপ রবীন্দ্রসংগীত শুনি,আর কবিতা পড়ি,অবশ্যই বাংলা, এই যেমন এখন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে,বারান্দায় বসে রবীন্দ্রসংগীত শুনছি...আমার মনে হচ্ছে স্বগ আমার দুয়ারে চলে এসছে...মাঝে মাঝে বৃষ্টির ধোঁয়াটে স্পশ আমার কপাল ছুঁয়ে যাচ্ছে,এ যেন তোমার অধরের এক টুকরো স্পশের মতন্...ঝড়ো বাতাস চুল উড়িয়ে দিচ্ছে-তুমি কবে এসে এদের মাতলামি দেখবে,খামচে ধরবে সিংহিনির মতন এ কোমড়,আ... কড়ে ধরবে এল চুল গুলো? দেখতে বাধ্য করবে তোমার একান্ত সত্বা কে? আমার স্পর্শকাতর এলো চুলের মত,তৃষাতুর চোখ , দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি,কপালের টকটকে লাল টিপ,অন্ধকারে ভেসে আসা মাতাল গন্ধ,সব সব সব কিছু আজ তোমার আশিবাদ চাচ্ছে,আমাকে আশিবাদ দাও-আমাকে তোমার স্বিকৃতি দাও...আমি বহুদিন আবেগ মাখা চোখে তোমায় দেখিনি,আমিই অসমাপ্ত,হাত,হাতের আঙ্গুল কাপে...কতদিন হাত ধরিনি.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।