আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রসংগীত সাধনার বিষয়

শুনলাম নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন?

হ্যাঁ, এরই মধ্যে মিউজিক ও গান বাছাইয়ের কাজ শেষ করেছি। কিছু দিনের মধ্যে কণ্ঠ দেওয়া শুরু করব। রবীন্দ্রনাথের ছয় ঋতু নিয়ে অসংখ্য গান রয়েছে। এসব গানের ভেতর থেকে ১০টি গান নিয়ে এই অ্যালবামের কাজ শুরু করছি। দেশের পরিস্থিতি একটু শান্ত হলে অ্যালবামটি প্রকাশ করব।

 

দেশের বাইরে আবার যাচ্ছেন কবে?

২০ ডিসেম্বর কলকাতার স্যাটেলাইট টিভিতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে যাব। সেখান থেকে ২২ ডিসেম্বর শান্তিনিকেতনে যাব। সেখানেও একটি অনুষ্ঠানে আমি গান পরিবেশন করব।

 

বর্তমানে আমাদের অডিও প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু বলুন?

আমাদের অডিও প্রতিষ্ঠানগুলো নিয়ে আর কিছু বলার নেই। পাইরেসির কবলে পড়ে আজ বন্ধ হতে চলেছে অডিও প্রতিষ্ঠানগুলো।

আজ রাতে একটি অ্যালবাম প্রকাশ হলে কাল সবই বিভিন্ন অনলাইনে পাওয়া যায়। অডিও প্রতিষ্ঠান যদি বেঁচে না থাকে আমরা কি করে বাঁচব। আমি মনে করি, এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমাদের পাশাপাশি সরকারেরও এগিয়ে আসা দরকার।

 

নবীন রবীন্দ্রসংগীত শিল্পীরা কেমন করছে বলে আপনি মনে করেন?

রবীন্দ্রসংগীত শুধু একটি গান নয়, এটি একটি সাধনার বিষয়। বর্তমানে আমাদের মধ্যে বেশ কিছু ভালো রবীন্দ্রসংগীত শিল্পী এসেছে।

তারা ভালো গান গায়। আমি তাদের বলব, তারা যেন ভালো করে রবীন্দ্রসংগীতকে আত্দস্থ করে গান গায়। তারকা হওয়ার পেছনে যেন না দৌড়ায়। আমি অনেক সময় এর পেছনে শিল্পীদের দায়ী করি না। কারণ আমাদের সময় ছিল একটি মাত্র টিভি চ্যানেল।

সবাই একটি টিভিই দেখত। তখন টিভিতে একটি গান করলেই অনেকের চোখে পড়ে যেত। আর বর্তমানে আমাদের দেশে ২২টিরও বেশি টিভি চ্যানেল। তাই কোন চ্যানেলে তার অনুষ্ঠান দেখাচ্ছে আমরা তা জানি না। আর এসব চ্যানেলে-চ্যানেলে দৌড়াতে গিয়ে অনেক শিল্পীই তাদের শিল্পীসত্তা হারিয়ে ফেলছে।

যা আমাদের জন্য কাম্য নয়।

আপনার সংগীত প্রতিষ্ঠান 'উত্তরায়নের' কি খবর?

আমাদের ইচ্ছা ছিল ডিসেম্বর মাসেই রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের ১০০ বছর পালন করা। কিন্তু দেশের অবস্থা ভালো না থাকায় এবার আর অনুষ্ঠান করা হলো না।

* আলী আফতাব

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.