আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রসংগীত

রবীন্দ্রসংগীত হল বিশিষ্ট বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি এক বিশেষ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথ নিজেও ছিলেন সুগায়ক। বিভিন্ন সভা-সমিতিতে তিনি স্বরচিত গান গেয়ে শোনাতেন। কয়েকটি গান গ্রামাফোন ডিস্কে রেকর্ডও করেছিলেন।

সংগীত প্রসঙ্গে একাধিক প্রবন্ধও রচনা করেছিলেন কবি। রবীন্দ্রসঙ্গীত বাংলার সংস্কৃতির এক প্রধান স্তম্ভ। আক্ষরিক অর্থে শত শত বাঙালি গায়ক গায়িকা এই গান গেয়ে বিখ্যাত হয়েছেন। কয়েকজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়কের নাম নিচে দেয়া হল। ইন্দুলেখা ঘোষ পঙ্কজ মল্লিক নলিনীকান্ত সরকার রাজেশ্বরী দত্ত মায়া সেন নীলিমা সেন অমিতা সেন আরতি মুখোপাধ্যায় চিত্রলেখা চৌধুরী বন্দনা সিংহ শৈলজারঞ্জন মজুমদার শান্তিদেব ঘোষ হেমন্ত মুখোপাধ্যায় কনক দাস কণিকা বন্দোপাধ্যায় অশোকতরু বন্দ্যোপাধ্যায় অগ্নিভ বন্দ্যোপাধ্যায় দেবব্রত বিশ্বাস পাপিয়া সারোয়ার মনীষা মুরলী নায়ার মনোজ মুরলী নায়ার মালতি ঘোষাল মোহন সিংহ খাঙ্গুরা কে এল সায়গল সুবিনয় রায় চিন্ময় চট্টোপাধ্যায় সুচিত্রা মিত্র সাগর সেন সুমিত্রা সেন ইন্দ্রাণী সেন শ্রাবণী সেন অর্ঘ্য সেন রুমা গুহঠাকুরতা রাজেশ্বর ভট্টাচার্য কলিম শরাফী কাদেরী কিবরিয়া রেজওয়ানা চৌধুরী বন্যা মিতা হক লোপামুদ্রা মিত্র স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত শিবাজী চট্টোপাধ্যায় শুভমিতা বন্দ্যোপাধ্যায় শ্রীকান্ত আচার্য শ্রীরাধা বন্দোপাধ্যায় সুপ্রতীক দাস ঋতু গুহ গীতা ঘটক রেণুকা দাসগুপ্তা জয়তী চক্রবর্তী কমলিনী মুখোপাধ্যায় অদিতি মহসিন অদিতি গুপ্তা দ্বিজেন মুখোপাধ্যায় শাশা শ্রেয়া গুহঠাকুরদা মনোময় ভট্টাচার্য ইন্দ্রনীল সেন কিশোর কুমার অরুন্ধুতি হোমচউধুরি ক্লোজআপ ওয়ানের মত অনুষ্ঠানগুলোয় রবীন্দ্রসংগীত এর বিশেষ আয়োজন করলে হয়ত আমরা বেশ কিছু রবীন্দ্রসংগীত এর শিল্পী পাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.