সাদা-কালো রংধনু
পুরাতন সব কিছুরই প্রাই পরিবর্তন আনা হইছে। পুরাতন সমাজ সাংস্কুতিকে পরিবর্তন করে তাকে করা হয়েছে মর্ডান। পুরাতন গান মিউজিক কে তৈরি করা হয়েছে নতুন আঙ্গীকে রিমিক্স, রাপিং। তারই ধারা বাহিকতায় এবার নতুন আজ্গীকে সাজানো হইছে রবীন্দ্রসংগীতকে। সামু বস এ রা গান গুলো শুনে থাকলে মতামত দিয়েন এর শুনে না থাকলে নিচে গান গুলাম ডাউনলোড লিংক দিলাম শুনে মতামত দিয়েন।
গান গুলা কেমন হইছে ? এই রকম রেভলোউষন কি আমাদের সংস্কুতির জন্য মঙ্গল জনক না অমঙ্গল জনক ?
১. গ্রাম ছাড়া এই রাংগা মটির পথ।
২. পুরানো সেই দিনের কথা।
৩. শাওন ও গগণে।
৪. ফুলে ফুলে।
৫. কিছু বলব বলে এসে ছিলাম।
৬. যেতে যেতে একা পথে।
৭. সকাতরে ঐ কাদিছে সকলে।
৮. তুমি কি কে বলি ছবি।
৯. শুধু তোমার বাণী নয়গো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।