এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল এক ব্লগে পোস্টে অ্যাপটি সম্পর্কে ঘোষণা করেছে।
কুইকঅফিসের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে মাইক্রোসফট অফিস ডকুমেন্টের কাজ করা যাবে। যে কোনো হার্ডওয়্যার ও সফটওয়্যারে স্বাধীনভাবে কাজ করা যাবে এতে। এটি সহজেই ব্যবহারকারীর পুরনো ফাইলগুলোকে গুগল ডকস, সিট ও স্লাইডের মাধ্যমে পরিবর্তন করতে পারে।
২০১২ সালের জুনে গুগল কুইকঅফিস অ্যাপটি কিনে নেয়। এ বছরের ডিসেম্বরে পুনরায় চালু করা হয় অ্যাপটি।
নতুন কুইকঅফিসে একটি ‘অ্যাপ’ আইকন আছে। এর মাধ্যমে জিপ ফোল্ডার তৈরি ও এক্সেল ও পাওয়ারপয়েন্ট ফাইলের চার্ট দেখা যাবে। এছাড়া অনলাইনে গুগল ড্রাইভের মাধ্যমে ফাইল সংরক্ষণের ব্যবস্থাও থাকছে এতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।