থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
মূল্যবৃদ্ধি হয় নাই, এ কথা আমরা হরহামেশাই শুনি সরকারের মুখে। কিন্তু এখন ডিমের দাম ৪০-৪৪ টাকা হালি।
সরকারের আস্থাভাজন পত্রিকা জনকন্ঠ কিন্তু এমন কথাই বলেছেঃ একটি ডিমের দাম এগারো টাকা !
ডিমের ঘাটতি মেটাতে সরকার ভারত থেকে ডিম আমদানির অনুমতি দিলেও সেভাবে দাম কমেনি। আমদানিকারকরাও ডিম আমদানিতে নিরুসাহিত।
কারণ আমদানিকৃত প্রতিপিস ডিম বাংলাদেশে আনতে খরচ পড়ে ৮ টাকা।
খামার থেকে পাইকারদের প্রতিটি লাল ডিম ৮ টাকা ৬০ পয়সা দিয়ে কিনতে হচ্ছে। আর সাদা ডিমের দাম পড়ছে ৮ টাকা। সে হিসেবে খুচরা বাজারে প্রতিপিস ডিম ১০-১১ টাকা বিক্রি মোটেও বেশি নয়।
এর পরে একজন ক্রেতার উক্তিকে ব্যবহার করে পত্রিকাটি লিখেছেঃ
এভাবে ডিমের দাম বাড়তে থাকলে প্রতিদিনের খাদ্য তালিকা থেকে এটি বাদ দিতে হবে।
ডিমের দাম যাতে আর না বাড়ে সেদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।