মাঝে মাঝে মনে হয়, সকালে উঠে ব্লগ খুলে দেখব আমি হিট ব্লগার হয়ে গেছি । সকালের স্বপ্ন পুরন না হওয়াই ভালো কুরআন এর ভুল ব্যাখ্যা বিকৃতি করে এই পেজ জনপ্রিয়তা অর্জন করতেই আছে । নাস্তিক ভাইয়েরা যে নাস্তিকতার জর্জেট আবরনের ভিতরে ইসলাম বিদ্বেষী মনোভাব লুকিয়ে রেখেছে, এই পেজ তার প্রমান । মুহম্মদ (স) সম্পর্কে মিথ্যাচার,কটুক্তি একজন মুসলিম হিসেবে সত্যি পীড়িত করছে । দেখেন তারা কি বলছে: ইসলামবিশ্বাসীরা এমনি একজন সন্দেহভাজন ব্যক্তিকে গত ১৪০০ বছর ধরে অনুসরণ করে আসছেন।
ফলাফল, আজ মুসলমানরা জ্ঞান-বিজ্ঞানসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে পৃথিবীর সর্বনিম্ন। বিভ্রান্ত লোকেরাই এরূপ ব্যক্তির আনুগত্য করে সফলতার আশা রাখে।
ইসলাম সমন্ধে আমার জ্ঞান কম থাকায় তাদের কথার যতাযথ উত্তর দিতে পারছি না । কিন্তু এক আল্লাহ ও তার রসূলের উপর বিশ্বাস আছে । যখন তারা বেকায়দায় পড়ছে জালিয়াতি ধরা পড়ছে তারা পোস্ট ডিলিট করছে ।
আমাদের উচিত তাদের সব জালিয়াতি প্রকাশ করা । আপনাদের সাহায্য কামনা করছি । তাদের আরো কিছু ভন্ডামির নমুনা:
সুতরাং কুরআন একটা ১৮+ বই। আর ১৮+ বই ১৮ বছরের কম বয়সীদের পড়া নিষেধ।
আকাশের বর্ণনায় এসেছে"মজবুত ছাদ, ফুটা ও ফাটল, উল্কা-পিণ্ড শয়তান মারার যন্ত্র"।
পৃথিবীর বর্ণনায় এসেছে,"উত্তমরূপে বিছানো বিছানা আর পাহাড়ের পেরেকেতাকে স্থির রাখার ব্যবস্থা"।
"মূলত কেন মুর্খ্য কর্তৃক যে কুরআন লিখা তারই প্রমাণ পাওয়া যায় নানা বৈজ্ঞানিক ব্যাখ্যার কুরআনে উল্লেখিত অবৈজ্ঞানিক বিশ্লষণে। "
কুরআন-এর ভুল ও এর বিশ্লেষণ
http://www.facebook.com/ErrorInQuran
ইসলামে যৌনতা ও যৌন ইতিহাস
http://www.facebook.com/SexAndIslam ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।