everything is fair in love and war জন্মদিনে সামুর ব্লগারদের জন্য ২ টা আইটেম বানায়ে ফেলিলাম প্রথমেই কেক সবার হপে তো অতি অল্প সময়ে জন্মদিনের কেক বানানোর সহজতম উপায় বের করলাম মাইক্রো কেক । কেকটা কিনলুম দোকান থেকে তার পর মোমবাতি হিসাবে ম্যাচের কাঠি লাগায়ে দিলাম খাইতে ক্যামন এবার ভাবলাম নিজের হাতে আর একটা আইটেম নুডুলস বানানো যাক । দোকান থেকে কোকোলা কিনে আনলাম ( ম্যাগি পছন্দের না ) রান্না করলুম কিন্তু রান্নার পর দেখলাম খাইতে কেমন কেমন লাগতাছে । ভাবলাম তদন্ত কমটি গঠন করব " কেন নুডুলস খাইতে কেমন কেমন লাগতাছে " কিছুক্ষন ধরে গভীর চিন্তা করে পেলাম লবনই দেই নাই পরে অবশ্য লবন দিছি । মাথা ছুয়ে কইতে পারি খাইতে ভালা লাগতাছে কেমন লাগল কইয়েন আমার এক দোস্ত ফেবুতে এই পিক দিছে আমি পয়দা হইছি মাগার কেক এরে দেখে পয়দা হয়তে ভূলে গেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।