আমাদের কথা খুঁজে নিন

   

নিজের তেল নিজের গ্যাস, সবাই মিলে টোকাই সমাবেশ

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। টোকাই দেখলে পুলিশেও ভয় পায়। কারণ টোকাইগো হারানোর কিছু নাই। তারা ভাড়া কইরা লোক আনে না।

তারা মিছিল করতে পয়সা দেয় না। দেশপ্রেমিক গো লগে আবার পুলিশের অনেক ভালোবাসা, দেশপ্রেমিকরা পুলিশ না থাকলে নিরাপদ বোধ করে না। যাউগ্গা ব্লগের টোকাইরা দলে দলে হাজির হইছিল বিকালে। তাগোরে কেউ পয়সা দেয় নাই। আপ‌্যায়নও করে নাই।

নিজে নিজেই আইছে। সমাবেশ করছে, সংহতি জানাইছে। একজন ব্লগারের সাথে থাকে ১০০ ভার্চুয়াল ব্লগার। কারো কারো সাথে থাকে আরো বেশি। কেউ কারও চেয়ে আগাইয়া বা পিছাইয়া নাই..সমান্তরাল।

দেশপ্রেমিক গো নেতা লাগে আর টোকাইগো বিশেষ করে ব্লগার টোকাইগো কিছুই লাগে না। লাগে নাই কখনো। কেউ লাইভ ব্লগিং করছেন, কেউ বক্তৃতা দিছেন, কেউ আয়োজন করছেন, কেউ ব্যানার ধইরা থাকছেন। পাব্লিকের কাছে তারা অপরিচিত ঠ্যাকেন নাই। টোকাই গো এই দেশের সবাই চিনে।

ব্লগে যারা দেশের সম্পদ নিয়া ধান্দাবাজী করে তাগোরে কইয়া দেই...দেশী ইঁদুর হইয়েন না, ইঁদুরের ফলাফল কিন্তু কখনো ভালো হয় না। আসেন ছবি দেখি.... জ্বালো জ্বালো আগুন জ্বালো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.