আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটি

লুইচ্চা, লাফাঙ্গা ল্যাবরেটরিয়ান................................

ছলেটি সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। বিতর্ক হোক বা গানের আসর হোক, স্কুল থেকে এ পর্যন্ত(জাবি তে পড়ে) ছেলেটি সব প্রোগ্রামই আয়োজন করে দেয় মহা উৎসাহে। তবে ছেলেটির মধ্যে ইদানিং ছেলেটি ভোগে বিষন্নতায়। কারণ সেই চিরাচরিত প্রেম। প্রেমে ভাঙন........ ছেলেটির নাকি দোষ, সে that much dominating েছেলেটি মনে করার চেষ্টা করে, এই অপবাদের ভিত্তি........ খুজে পায় না। ভার্সিটিতে পড়ার প্রথম দিন থেকেই তাদের ভালোবাসাবাসি........ আর বন্ধুত্বের শুরু........ ভর্তির যাবতীয় আমলাতান্ত্রিক জটিলতার কালে। ছেলেটি নিজ থেকে কিছুই চায়নি। মেয়েটাই গড়ল বন্ধুত্ব, তারপরে সেই প্রাচীর ভেঙে সেই মানব-মানবীর আদিম সম্পর্ক........ ছেলেটি সেই 4 মাসে মেয়েটির অনুরক্ত হয়ে পড়েছিল, তাই মেয়েটির সাথে কাটানো প্রতিদিস 12 ঘন্টা তার নিয়মে পরিণত হয়...... সেই মেয়েও পর হয় অন্যকে ভালোবেসে.............. সকাল বেলায় মেয়েটির ফোনে ঘুম ভাঙতো ছেলেটির......... একসাথে ভার্সিটিতে থাকা, দুপুরে বটতলায় গিয়ে খাওয়া, বিকেলে ওয়েস্টার্ন গ্রিল এর আড্ডা বা বসুন্ধরায় আজাইর িবসে থাকা.......... সবই সেই নিয়মের মধ্যে....... তাই সুযোগ পেলেই একসাথে ঢাকার বাইরে দৌড়ানো......... সবই ভুল, বলে দিয়ে মেয়েটি চলে যায়............. মেয়েটি সেই ক্যাম্পাসেই এখন অন্যের হাত ধরে সুখী.............. ছেলেটি আজও সেই মেয়ের প্রতীক্ষায় দিন কাটায়..... আজও প্রতি সকালে প্রাথৃনা করে সেই একটি ফোনের..... তুমি এখনো বিছানা ছাড়োনি....... আমি কিন্তু একা একাই চলে যাবো জাবিতে............. সেই আদর মাখা বকার........................... কেউ তাকে বকে না..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।