চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে উচ্চতা প্রায় ৪ ফুট। স্বাস্থ্য ভাল। গায়ের রং শ্যামলা। কথা বলতে পারে না। শুধু ইশারায় নিজেকে বুঝায়।
ট্রেনের ছবি দেখলে কাঁদে। বাক প্রতিবন্ধী এই ছেলেটি এখন আশ্রিত আছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের বাসায়।
উপজেলা চেয়ারম্যান জানান, প্রায় ৩ মাস আগে রাতের বেলা তার ফুলবাড়ী বাজারের হার্ডওয়ারের দোকানের সামনে অজ্ঞাত পরিচয় এই ছেলেটিকে কাঁদতে দেখে এলাকার লোকজন তাকে খবর দেন। এরপর তিনি ছেলেটিকে বাসায় নিয়ে যান। সেই থেকে তার বাসায় আছে।
তার নাম রাখা হয়েছে নয়ন। দিনমান সে খেলায় মগ্ন থাকে আর মাছ আর লাল শাক থেকে ভালবাসে। তাকে দেখে মনে হয় কোন শিক্ষিত পরিবারের ছেলে।
রব্বানী সরকারের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমরা ছেলেটিকে নিজের ছেলের মতোই লালন পালন করছি। যতদিন তার পরিচয় পাওয়া যাবেনা ততদিন আমাদের বাসাতেই থাকতে পারবে।
তবে তার বাবা মায়ের হাতে ছেলেটিকে তুলে দিতে পারলে অনেক ভাল লাগবে। নিশ্চয়ই তার মা-বাবাও সন্তান হারিয়ে কাঁদছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।