আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটি....

আকাশে অনেক তারা মিট মিট করে জ্বলছে; আজ চাঁদ উঠেনি। নিকশ কালো আঁধার। ছাদের দক্ষিন পাশে একটা কোণে দাড়িয়ে আছে নিশু..... মৃদু দখিন সমীরণ বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। বছর চারেক আগের কথা। কলেজের প্রথম দিন।

মনের মাঝে চাপা উত্তেজনা উত্তেজনা নিয়ে ক্লাসে ঢুকলিছেল সেদিন। প্রথম ক্লাসে যখন রোলকল চলছিল। এক সময় নিশুর রোল চলে আসে। কিন্তু ওকে অবাক করে দিয়ে ঐ রোলে সাড়া দিয়েছিল পেছনের একটি ছেলে। পেছন ফিরে ছেলেটির দিকে তাকাল ও।

চোখে চশমা পড়া ছেলেটির মুখে ভ্যাবাচ্যাকা খাওয়া অবস্থার প্রতিচ্ছবি। ভালো শোনা যায় না বলে অন্যের রোলে প্রেজেন্ট দিয়ে বোকা বনে গেছে ছেলেটি। সেই থেকে তাকে ভালো লাগা। চশমা পড়া সেই ছেলেটি ক্লাসে সবচেয়ে নীরব ছিল। অফ পিরিয়ডে যখন সব ছেলে বাইরে চলে যেত, সে একা ক্লাসে চুপচাপ বসে থাকত।

চশমার ভিতর দিয়ে চেয়ে থাকত দূরের সবুজ গাছপালার দিকে। কোন মেয়ের সাথে কথা বলত না। এমনকি ক্লাসে তার বন্ধুও ছিল খুব অল্প। এমন নীরব ছেলেটিকে নিশুর খুব ভালো লাগত। সে চেয়ে থাকত ছেলেটির দিকে।

কিন্তু এমন চাপা ছেলে বল কিছু বলতেও পারত না। আর নিশু নিজেও চুপচাপ একটা মেয়ে ছিল। ছয় মাস পরে একদিন নিশু তার এই পছন্দের কথাটি ভুলে তার এক বান্ধবীর কাছে বলে ফেলে। সে সারা ক্লাস ছড়িয়ে দেয়। এভাবেই একদিন ছেলেটি নিশুর কথা জানতে পারে।

কিছুদিন পর এক কার্তিকের কুয়াশা ভরা সকালে কলেজে যাওয়ার সময় রিক্সা পাচ্ছিলনা নিশু। হাতে সময়ও নেই বেশী। হঠাত্‍ তার চোখ পড়ল ছেলেটির উপর। একটা রিক্সায় কলেজে যাচ্ছে। নিশুকে দেখে রিক্সা থামাল ছেলেটি।

নিশুকে উঠার জন্য বলল। তারপর দুজনে মিলে চলল কলেজের দিকে। কারও মুখে কোন কথা নেই। হঠাত্‍ ছেলেটি বলল তুমি নাকি কাকে ভালোবাস? ইয়ে মানে হ্যাঁ... কাচুমাচু করে উত্তর দিল নিশু। ছেলেটি এবার সোজা বলে ফেলল আমি তোমাকে ভালোবাসি।

কিন্তু নিশু চুপ করে শুনল শুধু, কিছু বলতে পারল না। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকল। কিন্তু রিক্সা কলেজে চলে আসায় নেমে গেল। ভাড়া দিয়ে সোজা ক্লাসে চলে গেল সে। এরপর সেদিন নিশু আর কিছু বলতে পারল না।

ভাবল পরদিন সে একটা কাগজে লিখে সে ছেলেটিকে জানাবে ওর কথা। সারা রাত অনেক কল্পনা করে, চেষ্টা, চিন্তা ভাবনা করে একটা কাগজে গোটা গোটা হাতে লিখে ফেল ওর নিজের মনের কথা। পরদিন কলেজে গেল নিশু। ছেলেটির অপেক্ষায় আছে ও। কিন্তু কিছুক্ষণের মাঝে ও জানতে পার ছেলেটি আর নেই।

রোড একসিডেন্টে গতকাল রাতে সে মারা গেছে...... এত দিন পরেও নিশু ভুলতে পারেনি তাকে। আদৌ পারবে কিনা জানে না। এমন নিকশ কালো রাতে ঐ তারার পানে চেয়ে ভাবছে কথাগুলো। ----------X----X----X-------- গুছিয়ে লিখতে পারি না। তবুও লিখে ফেললাম এলোমেলো ভাবে।

ভুল হলে ক্ষমা করবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।