আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভুতুড়ে গল্পগুলোর কিছু অদ্ভূতুড়ে কমেন্ট

A Hero will Rise Up Just In Time সামুতে যারা আমাকে চিনেন তারা হয়তো অনেক জানেন আমি টুকটাক কিছু ভৌতিক গল্প লিখি। সামুতে লিখি, রহস্য পত্রিকায় লিখি। ফেসবুকে বেশ কিছু ভুতুড়ে গল্পের পেজ আছে যেখানে ভৌতিক গল্প প্রকাশ করা হয়। সেগুলোর প্রায় প্রত্যেকটাতেই কিভাবে যেন আমার গল্পগুলো চলে যায়। কেউ ভদ্রভাবে আমার নাম দিয়েই পোষ্ট করে আবার কেউবা কোন নাম দেয়না আবার অনেকে তো নিজের নামেই প্রকাশ করে ফেলে।

নামকরা পেজগুলোয় সাধারনত আমার নামেই প্রকাশ করে। অনেক কমেন্ট আসে। ১০০ থেকে শুরু করে ৫০০+ কমেন্ট পেয়েছে আমার গল্পগুলো। এর মধ্যে প্রায় ৭০% ভালো কমেন্ট। ভালো কমেন্ট বলতে শুধু প্রসংশার কথাই বলছিনা।

প্রসংশার সাথে সাথে গঠনমূলক সমালোচনাও ভালো কমেন্টের মধ্যেই পড়ে। কিন্তু বাকি ৩০% কমেন্ট হয় বড়ই ভৌতিক। ভৌতিক বলতে ভূতুড়ে না, অদ্ভূত। কমেন্টাররা যে কি বলতে চায় তা ওরাই জানে। এরা কোনদিন ভুতুড়ে বা রহস্য গল্প পড়েছে কিনা, আমার সন্দেহ আছে।

এমনকি এরা কোনদিন গল্প বা উপন্যাস পড়েছে কিনা, সেটাও আমার সন্দেহ হয়। বিভিন্ন টাইপ অদ্ভূত কমেন্টের ধরন আমি উল্লেখ করছি: ১. কিছুই বুঝলাম না: : অদ্ভূত কমেন্টের মধ্যে সবচেয়ে বেশী যেটা পাই সেটা হলো, "কিছুই বুঝলাম না"। মজার ব্যাপার হলো এই ধরনের কমেন্ট যারা করে তারা অধিকাংশ গল্পেই দেখি এই একই কমেন্ট করে আসে। (ব্যটা তোদের দৌড় বই মুখস্ত করে পরীক্ষা দিয়ে আসা পর্যন্তই সীমাবদ্ধ, বোঝার ক্ষমতা তোদের নাই) ২. ধুর এরকম হয় নাকি: অদ্ভূত কমেন্টের মধ্যে ২য় স্থানের অধিকারী কমেন্ট হলো, "ধুর এরকম হয় নাকি?"। (নারে গাধার দল এরকম হয় না।

এগুলো কল্পকাহীনি গল্প। এগুলোর সাথে বাস্তবের কোন সম্পর্ক নাই। বাস্তব কাহিনী পড়তে হলে বইসা বইসা ইতিহাস পড়) ৩. লেখক এরকম ভাবে ভুতের খপ্পরে পড়েছিল? : না, লেখক পড়েনি। লেখক শুধু লিখেছে। এগুলো শুধুই কল্প কাহিনী।

বাস্তব কাহিনী হইলে লিখাই থাকতো "সত্য কাহিনী অবলম্বনে" ৪. গল্পের এনডিং একেবারে ভালো হয়নি: বেশীরভাগ পাঠক গল্পের শেষে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল টাইপ এনডিং খুজে। ওরে গাধার দল এই টাইপ এনডিং খুজলে বাংলা আর হিন্দি সিনামা দেখ, হরর গল্পের এনডিং এ একটু টুইস্ট না থাকলে ছোট হরর গল্প জমে না। ৫. এটা কিছু হইলো? : না রে গাধা , এটা কিছু হয়নি। তুই নিজে গল্প লেখ নিজে পড় আর বল, "এইটা বহুত কিছু হইল" ৬. এর চেয়ে ভালো গল্প তো আমিই লিখতে পারি: লিখ গাধা, লিখ। সারাজীবন তোরা মুখেই জাবর কাটতে পারিস।

পারলে কিছু করে দেখা। আরো বহুত রকমের কমেন্ট আসে। এখন মনে পড়ছেনা। আমার কথা হলো যেকোন জিনিষের রিএকশান না থাকলে তার কোন একশান ও থাকেনা। কিন্তু সেই রিএকশান গঠনমূলক হতে হবে।

বেহুদা সমালোচনা করলে একজন লেখক, কবি, অভিনেতা যেই হোকনা কেন, সে তার কাজ থেকে আগ্রহ হারায়ে ফেলে। সবাইকে তার ভালো কাজের উৎসাহ দেওয়া উচিত, গঠনমূলক সমালোচনা করা উচিত, বেহুদা কথা বলে তাকে অনুৎসাহিত করার কোন মানে হয়না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.