আমাদের কথা খুঁজে নিন

   

ভুতুড়ে কয়েকটি দিন !!!

ভাবতে ভাবতেই একসময় হারিয়ে যেতে চায় ভাবনার জগতে গত ১৭ ই মে থেকে ২২ মে পর্যন্ত বাসাই একা ছিলাম। ঢাকায় আসার পর এই প্রথম বাসাই একা থাকা। সারাদিন ভালই ভালই যাওয়ার পর রাত নামলেই কেন যেন এক অজানা ভয় কাজ করত। ভয়ে ভয়ে ঘুমুতে যেতাম। কিন্তু রাতে কোনো প্রকার কোনো সমস্যা তৈরী হয়নি।

হঠাৎ একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে টয়লেটে গেলাম। টয়লেট থেকে বের হয়ে টয়লেটের লাইটের সুইচ অফ করে দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম শব্দটা অবিকল একটা সুইচ টেপার শব্দ। এবং তা টয়লেটের কাছ থেকে আসছে। টয়লেটের কাছে গিয়ে দেখি লাইট জলছে।

অবাক ব্যাপার। ভয়ে বাইরের দরজা খুলে দিলাম। আর সাথে সাথে লাইট বন্ধ হয়ে গেল। ভয় কেটে যাওয়ার পর আবার বাইরের দরজা লাগিয়ে দিলাম। কতক্ষণ পর দেখি স্টোর রুমের দরজাটা আস্তে আস্তে আপনা থেকেই খুলে যাচ্ছে।

প্রচন্ড ভয় পেলাম। কিছুক্ষণ পর ফজরের আযান দিল। আর সাথে সাথে আবার স্টোর রুমের দরজা বন্ধ হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। তবে এরপর আর এরকম কোনো ঘটনা ঘটেনি।

তবে এখনো মাঝে মাঝে রাতের দিকে ট্যাপ থেকে পানি পরার শব্দ পাই। কিন্তু যখনই চেক করতে যাই শব্দ থেমে যাই। আবার চলে আসার সাথে সাথে শব্দ শুরু। সকালবেলা গিয়ে দেখি রান্নাঘর পুরা ভিজে আছে। কেউ কি এর সায়েন্টিফিক কোন ব্যাখ্যা দিতে পারবেন!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.