আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ কেন্দ্রহীনতা

I am not the best one....but can be a better one.. আমি আজো নই শেষ সীমান্তে, আমি আজো নই সীমানা ছাড়িয়ে, পথের ধুলোকে আঁকড়ে ধরে বসে আছি দুটি নদীর মোহনাতে। জীবন চেয়েছিল রং ছায়নি ধুসর মলিনতা। চাইনি কখনো না পাওয়ার একাকিত্ততা। মৌন স্বপ্নের রাজ্যে আমি একাই রাজা। সাদা ক্যানভাস আধ-আলো ছায়া কেন্দ্রহিনতা আমার পথচলা।

তুমি আজো নেই ছিলেনা কখনো, তবু শুন্য ঘরে আকি এখনও। কেন্দ্রহীন জীবনে বেঁচে আছে শুধু ক্লান্ত অবসাদ টুকু। তাতে কারো ছায়া নেই নেই কারো মায়া। অস্তিত্ত্বের যুদ্ধে শুধু নিজেকে মানিয়ে যাওয়া, এইতো জীবন হঠাৎ বয়ে যাওয়া অচেনা কোন এক হাওয়া। মনের টানে ভেসে যাও নয়তো স্বার্থের টানে বেঁকে দাও।

স্বার্থ যেখানে তুচ্ছ নাইবা হল হিসেব, জয় নাকি পরাজয় তা বুঝে নিবে আপন বিবেক...।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।