"অতঃপর আমি"হারিয়ে আমি মানুষের ভীরেখুজে ফিরছি নিজেকে ।এ আমি পৌঁছেছি কোথায়দাড়িয়ে আছি কোন ধরনীর তীরে ।পথ গুলো কেন লাগছে এত অচেনা ।কেন তা আমি খুজে পাচ্ছি না ।খুজে ফিরছি সে পথ ।যা আমাকে নিয়ে যাব মোর নীড়ে ।আর পারছিনা সইতে এ যাতনাএ থেকে যেনো মুক্তি পাই এই মোর কামনা ।নিজেকে যেনো খুঁজে পাইএছাড়া আমার আর কিছুই চাওয়ার নাই ।ফিরে যেতে যাই মোর নীড়েযেখানেই পাবো নিজেকে ফিরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।