স্বপ্ন দেখে যেতে চাই আমৃত্যু ... ! হোক না সে দুঃস্বপ্ন ... ! ক্ষতি কি ... !
মেয়েটি বড় লাজুক ,
অল্পতেই তার চোখে জল আসে,
সে আমায় বড় বেশি ভালোবাসে। ।
সে আমার দুখিনী মা !
তারে আমি বহুদিন ছুঁয়ে দেখিনা। ।
জীবন যুদ্ধের প্রান্তে দাড়িয়ে আজ সেই কিশোরী মেয়েটি,
ভুলে গেছে অতীতে ঘটে যাওয়া অনেক খুঁটিনাটি।
কিন্তু,
মেয়েটির এককালে ছিল কিশোরী মন ,
যেখানে খেলা করত আবেগেরা ইচ্ছেমতন
যখন তখন।
একলা মনে কথা আর গল্পের ফানুশ উড়িয়ে যার কেটে যেত দিন।
আজ সেই ভাবনাগুলো অতীত, শুধুই মলিন।
আজ,
সে হৃদয়ে খেলা করেনা আকাঙ্ক্ষারা
সেখানে শুধুই বেদনা, ব্যাধি ও জরা।
যখন,
কিশোরী চোখে পরতো সে মায়ার কাজল।
দেখে কি কোন কিশোরের বুকে উঠতো কাঁপন?
জানা হয় না।
শুধু জানি,
কালের ঘায়ে আজ তার ক্লান্ত কায়া
স্মৃতির সাথেই তার বাস,
স্মৃতির সাথেই অবিরত বোঝাপড়া।
সে আমার দুখিনি মা ।
তারে আজ বহুদিন হল জড়িয়ে ধরিনা ।
চিরচেনা মা আমার আজ বড় অচেনা,
দুঃখী হৃদয়ে বসে ভাবে , ছেলেটি তার কেন কথা রাখে না ?
তবে কি সে আজ গিয়েছে মাকে ভুলে ?
বহুদূরে দিয়ে পাড়ি, হারিয়েছে মোহের মায়াজালে ?
সে আমার দুখিনি মা ।
জন্মের সময় যাকে দিয়েছি তীব্র যন্ত্রণা !
#################################### ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।