একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
অকালে হারানো বন্ধু সাদ এর জন্য রচিত
ঘুম থেকে উঠলেই মন চলে যায়
সেই দূর আকাশের সীমানায়
যেথায় তুই আজ আছিস বসে
ছোট্ট তোর ভাইটিকে নিয়ে।
অনেক সময় পেরিয়ে গেঁছে
অনেক স্মৃতি মুছে গেঁছে,
কিন্তু আজও মুছেনি
তোর অমায়িক মুখখানি
আমার স্মৃতির পাতা থেকে।
তোর বোন আজও কাদেঁ
তোরে কাছে না পেয়ে,
ক্ষমা করে দিস মোরে তুই
তোর বোনকে জ্বালাই মুই।
উপায় যে আর নেইরে ভাই,
জ্বালাই আমি তাইরে ভাই।
আমার জ্বালানোর কারনেই বোধহয়
কিছুক্ষন তোরে ভুলে থাকতে হয়,
কিছুক্ষন তোরে ভুলে থাকার মানে
কিছুক্ষন কান্না রাখা থামিয়ে।
আজ আমি যাহা করি ভাই
সব কিছুতেই তোর ছোঁইয়া খুঁজে পাই।
তুই আছিস আমার মনের মাঝে,
থাকিস রে ভাই তুই শান্তিতে।
ঘুম থেকে উঠলেই মনে চলে যায়
যেথায় আছিস তোরা দুই ভাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।