আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ শহরবন্দী

আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
শহরবন্দী -------- আজকাল আর আকাশ দেখি না আকাশের জন্য ঊর্ধ্বপানে চেয়ে দেখি, কিছু আকাশচুম্বী ইমারতের চূড়ায় ফ্যাকাসে ধোয়ার বুনোট। আজকাল আর চাদ দেখি না ঐ যে যাকে মনে হত আধখানা ঝলসানো রুটি তার স্থানে আজ ফ্লোরেসেন্ট বাতি চোখ ধাধানো আলোর ঝলকানি নেই কোন স্নিগ্ধতা,বিষন্ন গুমোট। শুনলাম নাকি ফাগুন এলো কই?ফুলের গন্ধ তো পেলাম না বাতাসে সালফার,কার্বন,সীসা আর যত অগ্নিভস্মে নাসারন্ধ্রের দূকুল ভাসালো। বসন্ত নাকি এসে গেছে কিন্তু কোকিল তো গান শোনালো না শুধু কিছু বিষন্ন কাক কা কা করে গেল জানালার পাশে। ইট পাথরের এ শহরে কবি অকস্মাত ঘুম ভেঙ্গে শোনে এ্যালার্ম ক্লকের শব্দ পাখির তো দেখা মেলাই ভার, এ নগরে ইট-লোহা-পাথরের খাচা শুধু চোখ যায় যে অব্দ। যান্ত্রিকতার প্রতিযোগিতায় মানুষগুলোও যন্ত্র হতে ব্যাস্ত প্রকৃতি দেখার সময় কোথায় তাদের এখন সময় প্রতিযোগিতার জীবন ছেড়ে জড়তার পিছু ছুটছে হয়ে ত্রস্ত। কবিতা এখানে নিরর্থক,ছাই-পাশ ধূধূ এখানে কার সময় আছে,কবিতা পড়বে শুধু শুধু। কি এসে যায় কবি কি লেখে,কি ভাবে কাজ নেই তাই ভাবুক বসে,এ বোকামী তারই সাজে। এ নগর কঠিন বাস্তবতার,জীবন হেথা খুব হিসেবের বাড়ছে দাম সব চাহিদার,মূল্য কোথায় অনুভবের? কিন্তু কবি,সে তো জানে না হিসেব নিকেশ কবিতা ছাড়া বোঝেনা কিছুই এ শহরে তার কি হবে? এ শহরে,যেখানে নেই নীলাকাশ ইট,পাথর,ধোয়া ছাড়া নেই কিছুই সে এখানে,কবিতা লিখবে কিভাবে? দম যে তার আটকে আসে,বুক করে হাস-ফাস প্রাণ চায় মুক্ত বাতাস,এক টুকরো নীলাকাশ সইতে সে আর নাই যে পারে কবিতা ছাড়া কবি,আর কবি ছাড়া কবিতা কি কখনো বাচতে পারে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।