ভাবতে ভাবতেই একসময় হারিয়ে যেতে চায় ভাবনার জগতে
প্রতিদিন কিছু না কিছু করি,
কিছু ভাঙি, কিছু গড়ি।
আকাশপানে চেয়ে থাকি আনমনা,
তবুও সবাই বলে,
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
পাখিদের কলকাকলী শুনি,
মনের সাথে কথা বলি।
কল্পনায় পাড়ি দিই সমুদ্রের সীমানা,
তবুও সবাই বলে,
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
লোকালয়ের ভীড়ে গল্প খুঁজি,
নিজে ভাবি, অন্যকে ভাবাই।
হতে চাই না অন্যের করুণা,
তবুও সবাই বলে,
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
সবার মত আমিও
কথা কই, গান গাই।
অনুভব করি ভালোবাসার মোহনা
তবুও সবাই বলে,
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
নিজেকে নিজে ধিক্কার জানাই,
নষ্ট মানুষ আমি এক খাসা,
জন্ম নিয়েছি হয়ে বলির পাঠা,
যদি হই আমি এতটাই অধম!
কেন জন্ম দিয়েছিলে আমায়
হে পৃথিবী নরাধম?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।