∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
তোকে দেখিনি !
কতদিন, হিসাব করা হয়ে উঠবে না কখনো;
হতে পারে দিন-মাস বা আরো বেশিক্ষণ;
কিংবা হতে পারে এক আধ-বছর,
কিংবা একযুগ কিংবা তারও বেশি।
ভ্রান্তির ক্রান্তি জাল গায়ে আঁকা,
কত হয়েছে ভুল হিসেব করা হয়নি;
হতে পারে দু’একটা বা আট-দশটা,
কিংবা হতে পারে শতেক কিংবা সহস্র,
কিংবা লক্ষাধিক কিংবা তারও বেশি;
ফাগুন আসেনি;
কতদিন পেরুলো; বলা মুস্কিল
হতে পারে অষ্টাদশ বয়সে শুরু বা উনিশ-কুড়ি,
কিংবা,দ্বাদশ-ত্রয়োদশ বয়সে কিংবা, পঞ্চদশ-অষ্টাদশ;
কিংবা, ত্রিশোর্ধ্ব কিংবা, তারও বেশি।
নরম পালক নিয়ে বুকে;আছিস সুখে;
শুকতারা হাতে; চন্দ্র কপালে;
বিশেষণে আরও কত কি?
যদি নদী হতে চাস কখনো;
কাছে ডাকিস;
কুরুক্ষেত্র হব না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।