...জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। "সেও তোর বোন ছিল..." তোরা বরং প্রেমিকার নধর ওষ্ঠে মুখ গুজে থাক, রিকশার হুড তুলে পুরুষত্ব জাহির কর, কিম্বা বইয়ের পাতায় মুখ লুকিয়ে ঢেকে রাখ নপুংসক সত্ত্বাকে। তোরা দূর থেকে দেখে হাততালি বাজা, মুখরোচক গল্প বানা লাইট নিভিয়ে অন্ধ আলোয় নীল ছবিতে স্বপ্ন সাজা। তোরা বরং জানালায় মোটা পর্দা টেনে দে, রাস্তায় বের হলে চোখে কাপড় বেঁধে নে, কিংবা মুখের উপর ঝুলিয়ে রাখ তীব্র মুখোশ যাতে নির্যাতিতা নষ্টার করুণ চেহারা দেখে ভুলেও তোর সহোদরার কথা মনে না পড়ে। নতুবা অসাবধানে তোর জান্তব খোলস ভেঙ্গে বেরিয়ে আসবে একজন সহোদর যে একদিন তার বোনকে ভালোবেসেছিল। সেও তোর বোন ছিল, সেও তোদের বোন ছিল, একজন ধর্ষিতাকে বোন বলতে আমার কোন লজ্জ্বা বা সংকোচ নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।