আলো নয় আধার খুজি ,সত্যের জন্যে নয় মিথ্যের বিরুদ্ধে যুঝি।
সত্যাভিযান
-------------------
মহাপ্রলয়ের ডাক শুনি ঐ
ঐ বাজে ঐ ডঙ্কা
সত্যে-মিথ্যে বাধবে লড়াই
জ্বলবে ফের আজ লঙ্কা।
রামদূত সব আজকে ওরে!
উঠবে আকাশ-পাতাল মর্ত্য ফেড়ে
করবে বিনাশ মিথ্যেকে
সত্যেরই এক ফুৎকারে।
কে হাসে ঐ,কে হাসে?
মত্ত মাতাল উল্লাসে
কে সে জালিম?যার মিথ্যের জৌলুসে
নয়ন জলে আজ সত্যের বুক ভাসে।
কে করে ঐ অত্যাচার,
করে হনন বারংবার কে আজ মম সত্যকে?
আঘাত হেনে ন্যায়ের পিঠে,
প্রতিষ্ঠা করে অন্ধকার।
কে তুই ওরে মিথ্যেবাদী
কে তুই হেথা খর্গধারী
কে তুই হে আধার পূজারী?
কে তুই ওরে ন্যায় বিরোধী
কেন হলি তুই আজ বিবাদী।
জানিসনে কি,আসবে আলো
আধার যাবে,থাকবে ভালো।
আধার সে তো ভন্ডামী তোর,মিথ্যে সে তো ক্ষণিককালের
মিথ্যেয় শুধু ছল-চাতুরি,সত্যই বাণী চিরন্তনের।
মিথ্যে সে তো প্রহেলিকা,মিথ্যেয় কি মুক্তি মেলে?
ও যে তোর ভ্রম রে বোকা,ভ্রম ভাঙ্গবেই আলো এলে।
ঐ চেয়ে দেখ উষার পানে
সত্যের আগমনী বার্তা ঐ পূব গগনে
এইতো মিথ্যের আধার রাত পোহালো
ঐ চেয়ে দেখ আসছে আলো।
আধারের মিছে দম্ভ নিয়ে
আছিস নিদে কুম্ভ হয়ে
দেখ জেগে দেখ,দেখরে চেয়ে
সত্য ঐ যে আসছে ধেয়ে
সত্য যে আজ বাধনহারা
সঙ্গে আলোর ফল্গুধারা
জয়ী সে আজ হবেই হবে
মিথ্যের প্রতাপ ঘুচাবে।
যতই করিস পাপাচার
ছরাস যতই অন্ধকার
তোর মিথ্যের প্রাসাদ-পূরী
আজ সে সবই ফেলবে উপরি।
সত্যের আজ নিদ ভেঙ্গেছে,আজ তার শক্তি অপার
ঊষা আলোর দ্বার খুলেছে,নিশ্চিহ্ন হবেই অন্ধকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।