আমাদের কথা খুঁজে নিন

   

দৃপ্ত সততা

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক (রাহঃ) তাঁর পিতার এক ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার পিতা কোন এক লোকের বাগানে মালীর কাজ করতেন। বহুদিন তিনি ঐ বাগানেই বসবাস করেন। একদা তাঁর মালিক বাগানে এসে তাঁর নিকট মিষ্টি আনার চাইলেন। তিনি কোন এক গাছ হতে একটি আনার নিয়ে তাঁর হাতে তুলে দিলেন। আনারটি ছিলো খুবই টক।

তাই তিনি রেগে বললেন, আমি তোমার কাছে মিষ্টি আনার চাইলাম আর তুমি আমাকে টক আনার দিলে? যাও মিষ্টি আনার নিয়ে এসো। তিনি অন্য একটি গাছ থেকে আরেকটি আনার আনলেন। ঘটনাক্রমে সেটাও খুব টক ছিলো। মালিক এতে আরো বেশি রেগে গেলেন। তৃতীয়বারও একই ঘটনা ঘটলো।

তখন, মালিক : তুমি কি জানো না কোন গাছের ফল মিষ্টি, আর কোন গাছের ফল টক? মোবারক : না জানি না। মালিক : কেন ? মোবারক : কিভাবে চিনবো? আমি তো কখনো তা খেয়ে দেখিনি। মালিক : কেন খাওনি? মোবারক : আপনি তো আমাকে কখনোফল খাওয়ার অনুমতি দেননি। অতঃপর মালিক তাঁর কথার সত্যতা যাচাই করে আসল রহস্য বুঝতে পেরে খুবই অবাক হলেন এবং স্বীয় কন্যাকে তাঁর সাথে বিবাহ দিলেন। আব্দুল্লাহ ইবনুল মোবারক এই নারীর গর্ভেই জন্ম গ্রহণকরেন।

{ওয়াফাআতুল আয়ান : ২/১৬} [ সংগৃহীত ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.