আমাদের কথা খুঁজে নিন

   

দৃপ্ত আলোয় উড়লো তবু..

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

কেউ লুকালো, কেউ ভুলালো একাত্তরের দেশ দৃপ্ত আলোয় উড়লো তবু মুক্তিসেনার কেশ। নতুন বিজয়, নতুন বছর, নতুন আলোয় হাসে একটি শিশু স্বপ্ন চোখে, প্রাণের খেয়ায় ভাসে। কেউ দেখালো, কেউ ঘুরালো জোয়ার জাগা দেশ ভ্রান্ত ইতিহাসের ফাঁদে রাখলো ঘুমে বেশ! নতুন যুবক নতুন ভাবে জানলো আসল কথা ফুল বাঁচানোর যুদ্ধে কারা, ছিলো 'ঘাতক', বাঁধা। দেশ বাঁচানোর ছলে কারা দেশকে ডোবায় আরো দুর্নীতি আর জঙ্গী মেঘে আকাশ কাদের কালো ! অন্তরে তাই জাগলো সাড়া, দীর্ঘ ব্যথা-ক্ষোভের বিপুল ঘৃণায় ফেললো ছুঁড়ে, যুদ্ধাপরাধীদের। কেউ ডুবালো, কেউ হারালো সেই ঘৃণাতেই মান নতুন সুরে গাইলো যুবক বদলে দেবার গান।

নতুন তরুণ নতুন আশায় প্রাণের দোলায় ভাসে এক ডিজিটাল দেশের স্বপন, স্বপ্নলোকে আঁকে। কেউ ভাসালো, কেউ জড়ালো টাকার মায়ায় বেশ নীরব মানুষ আসল মাঠে খেললো খেলা শেষ। এই বিজয়ের তীব্র ঝাঁজে ভুলবে কী কেউ ফের ? যতোই খেলা খেলুক 'রাজা', পায় যে 'প্রজা' টের! কেউ ফাঁসাবে, কেউ বোঝাবে অন্য কোন ঝোঁক দেশের মানুষ কি চায় প্রবল সেটাই মূখ্য হোক। কেউ সরাবে, কেউ ঘোরাবে অন্য দিকে চোখ শুদ্ধ আলোয় গড়তে হবে প্রাণের স্বচ্ছলোক। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.