ফেইসবুকে আপ করা সব ছবিই যে এ সামাজিক যোগাযোগ সাইটের উপযোগী তা নয়। ব্যবহারকারীদের বিব্রত করে এমন অনেক ছবিও এখানে আছে। বিষয়টি আঁচ করতে দেরি করেনি ফেইসবুক কর্তৃপক্ষ। তাই বিব্রতকর ছবি মুছে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। শিগগির এসব ছবি সাইটটির ডেটাবেইস থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
এ ছাড়া কোনো ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে থাকা ছবি মুছে ফেললে তাও হারিয়ে যাবে চিরদিনের জন্য। এত দিন এসব ছবি সাইটটির সার্ভারে জমা থাকত। ফলে অন্য ব্যবহারকারীরা সে ছবির লিংক ব্যবহার করে দেখার সুযোগ পেতেন। নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীদের মুছে ফেলা ছবিগুলো ফেইসবুকের ডেটাবেইস থেকে ১৪ থেকে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে মুছে যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।
ফেইসবুক ব্যবহারকারীরা এ সুবিধা চালুর জন্য অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছিল।
সুত্রঃ কালের কন্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।