আমাদের কথা খুঁজে নিন

   

মিসকল (কবিতা)

কে সে ? খুব স্লোলি আসে ভেসে ভেসে অবশেষে-? স্বপ্নিল ঘুমটা যায় ভেঙ্গে পরিশেষে। তারপর-? আধো ঘুম আধো জেগে অনকরি মোবাইল অতঃপর, ঘুম ভাঙ্গানিয়া সেই মিসকল হৃদয়ে করল জায়গা দখল! অবশেষে প্রতিক্ষন অপেক্ষার পালা বাড়ে হৃদয়ের জ্বালা। কে সে মিসকলের রানী ? ভেবে ভেবে আকুল গোলাপ, শিমুল, চম্পা, বকুল ঝড়ে পড়ে কবিতার বাণী! সবাই ভাবে কি হল কি ? Bosom friend-রা বলে, আমাদের দূরে ফেলে- মিসকলের মিস --মিসেস হবে কি? স্বপ্নময় সেই দিন আসে একদিন, সারারাত করি প্লান ওমা! সব হয়ে যায় ম্লান! স্বপ্ন-কল্পরাময় সেই মিসকল? আসলে-? মিস্টার কল! তাই সবাই কে বল রাখে যেন মেনে চলি, না বুঝে হায় ! মিসকলের শব্দে যেন ঘুম ভেঙ্গে না যায়।। (collected) পড়ে খুব ভালো লাগলো তাই SHARE করলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।