বিটিভির হাইব্রিড ছাগল পালোন কর্মসুচি দেকবার মন চায় আর ভালও লাগে :P
মিসকল আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে,
দুপুর দুটো পর্যন্ত যতবেশি সম্ভব মিসকল দিয়ে মোবাইল অপারেটরদের জানিয়ে দিন,
আমরাও রুখে দাড়াতে জানি।
২৫হাজারের ও বেশি মানুষ আছে আমাদের সাথে, আপনিও যোগ দিন।
লেট’স স্টার্ট দ্যা ওয়ার উইথ মিসকল।
শেষবারের মত মনে করিয়ে দিই-
১.সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত মিসড কল করুন। এরপর সাথে আবার সন্ধ্যা ৭ থেকে রাত ৯ টা পর্যন্ত সময় ঠিক করা হয়েছে
২.অন্তত ২৫ টি মিসড কল করুন।
ছোট ছোট পালস আকারে অথবা ৩০ সেকেন্ডের লম্বা মিসড কল। পরিচিত নাম্বার বা নিজের নাম্বার হলে ৩০ সেকেন্ড ধরে মিসড করুন । নতুবা ছোট করে প্রচুর মিসড কল করবেন ।
৩.দুইটা হ্যান্ডসেট থাকলে একটী সাইলেন্ট করে আরেকটি থেকে অটো রিডায়াল করে রাখুন ।
৪.কোনো ভাবেই - আবারো বলছি কোনোভাবেই ১০-২ টা পর্যন্ত সময়ে কল রিসিভ করবেন না ।
পরবর্তীতে কল ধরতে না পারার কারন জানান,কিন্তু আজ এই সময়ে কল ধরবেন না।
৫.সম্ভব হলে নিজের করা মিসড কলের বা পাওয়া মিসড কলের স্ক্রীন শট ইভেন্টে দিন । অন্যরা উৎসাহ পাবে ।
আমার নাম্বার
01711327017
01811218861
01671539078
যতো খুশি মিস কল দেন । কল দিয়ে বিরক্ত করবেন না ।
আন্দোলন সফল হোক । সবাইকে অসংখ্যা ধন্যবাদ ।
এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।