মিলন ভাইকে কেউ মিসকল দিল উনি সাথে সাথে ব্যাক করতেন। এই ভেবে যে হয়ত এটা কোন সুন্দীর লাজুক আহবান। উনাকে এ জন্য প্রায়শ আর্থিক সমস্যায় পড়তে হতো। প্রয়োজনে নাস্তা করবেন না, কিন্তু উনার সাড়া না পেয়ে কোন সুন্দরী কষ্ট পাবে এটা তিনি চিন্তাও করতে পারতেন না কখনো।
সেই মিলন ভাইকে নিয়ে তাই একটি ছড়া লিখেছিলাম।
এ জন্য তিনি দীর্ঘ একমাস আমার সাথে কোন রকম কথা বলেননি। উনি আজ ভালো চাকরি করছেন। টাকা পয়সার অভাব নেই। আছে কেবল স্মৃতি কাতরতা। তাই তো দীর্ঘদিন পর সেদিন আমায় কল দিয়ে বলেছিলেন, miss u man! আমাকে নিয়ে একটা ছড়াটি লিখেছিলে, মনে আছে তোমার? কোন কপি আছে? really the nice1. plz sms me if u can.
হায়রে জীবন!
আর দিও না মিসকল,
হতেও পারি দুর্বল।
একশ টাকাই সম্বল,
শেষ হতে মাথায় জল।
সকাল বিকেল অম্বল,
ওষুধ কিনবো কী দিয়ে বল্ ।
সকাল বেলা পরোটা ভাজি,
চলবে বিকেল জিতলে বাজি।
ধার নিতে আছি রাজি,
শোধের বেলায় ভীষণ পাজি।
অন্যের পেষ্টে দাঁত মাজি,
নিজের বলতে চাপাবাজি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।