ভালো আছি
১১-০৭-০৮
রাত ২টা ৭ মিনিট কয়েক সেকেন্ড। হঠাৎ সেল ফোনটি একবারের জন্য বেজে উঠল। কাঁচা ঘুমে এটা মোটেই সুখকর নয়। বিরক্তিই বটে। তারপরও কারো প্রয়োজন থাকতে পারে এই ভেবে উঠে বসা।
সেল ফোনের কল লিস্টে গিয়ে মেজাজটা আরো খাটা হয়ে গেল। অপরিচিত কোন নাম্বার থেকে কলটি এসছে। কাজেই আবার ঘুমের উদ্দেশ্যে বিছানায় গমন। কিন' কার সাদ্ধি ঘুম পাড়ে। আবার শুরু হলো মিসকল।
এক মিনিট পর পর শুরু হলো এ বিড়ম্বনা। বাধ্য হয়ে কিছুটা, না কিছুটা নয় অনেক ক্ষেপে গিয়েই কল ব্যাক করলাম। কিন' এতে রাগের মাত্রা বাড়া ছাড়া কমার উপায় ছিল না। কয়েকবার কল করার পরও যখন রিসিভ হচ্ছে না তখন মেজাজ আরো খাটা হতে শুরু করল। সর্বশেষ অনেক কষ্টে মাথা ঠান্ডা করে ঘুমাতে .......
হঠাৎ ফোনের রিংটোনের কারণে আবার ও ঘুমের বারোটা..........................
রাত তখন ৩টা ২৫ মিনিট।
১ম বার! ২য় বার! ৩য়বার!
আর শুয়ে থাকতে পারলাম না। উঠে দেখি আগের সেই নাম্বার থেকে পুনরায় শুরু হয়েছে মিসকল । এবার মাথা ঠান্ডা করেই কল ব্যাক করলাম। একবার, দুবার, তৃতীয়বারের সময় ফোনটি রিসিভ করল অপর প্রান- থেকে।
খুব মিস্টি কন্ঠে- হ্যালো ভাল আছেন।
তখন রাগে মাথা ফুটতে শুরুর করল। এত রাতে বলে কীনা ভাল আছেন। ঘুমের রফা দফা করে এমন প্রশ্ন করতে পারে কী কেউ।
জাতের চুলকানি যায় কৈ! মেয়ে মানুষ তাই নরম স্বরে বললাম ভাল আছি! আপনার পরিচয় জানতে পারি? কোন সমস্যা?
না। পরিচয় না হয় পরে বলি।
তাছাড়া আপনি আমাকে চেনেন। ভাল করইে চেনেন। রাখি কাল কথা হবে।
এরপর আর ঘুম আসে না।
বোধ হয় কপাল খুললো।
এই ভেবে কী করব তাই ভাবা....। হঠাৎ মনে হলো একবার কল করে দেখি। কিন' আবার শুরু হলো কল রিসিভ না করার পালা। এরপর আরো কয়েকবার...............................................
আজ রাতে ফোন আসুক আর নাই আসুক আজ আমি তার ঘুম হারাম করার পরিকল্পনা নিয়েছি। বাকি টা পরের পর্বে............................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।