আমাদের কথা খুঁজে নিন

   

মিসকল

ব্যস্ততা আমাকে দেয় না অবসর...

সরকার মোবাইল নিয়া এতকিছু করল সামান্য মিসকলটা বন্ধ করতে পারল না? ৭-০০টায়, ৭-১৫তে মামুন, ৮-০০টায় সুমনা এইভাবে সারাদিন লাইগাই থাকে, এমনকি সারারাইতেও মাফ নাই । মাঝখানে আবার শুরু হইছিল মাইয়াগো উত্পাত । এত জ্বালায় মনে হয় মোবাইল ক্যান কিনছিলাম । পরিচিতজনদের কথা ভাইবা নাম্বার পরিবর্তনও করতে পারি না । পরেছি এক উভয় সংকটে । সরকার যদি কৃপা করিয়া মিসড কলের উপর ট্যাক্স কিংবা ভ্যাট বসাইত তাহইলে মনে হয় ভালই হইত । আমার মোবাইল আর আমি দুইজনেই বাঁচতাম (সাথে আরও অনেকে )।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।