একা এই জীবন সমুদ্রে চলছি এক আপু ফেসবুকে উদাত্ত আহ্বান জানালেন সবাইকে মিসকল মারার জন্য, যাকে বলে আকুল আবেদন......।
আমি তারে টেক্সট করলাম, আপু আপনার নাম্বার ইতো নাই আমার কাছে, মিসকল মারব কোথায় ?????
---- এহহ, আপনাকে নাম্বার দিব কেন ??
----ওকে, তাইলে কি আর করা, আপনিই আমারে মিসকল মারেন !!
-- ইসশ, মিসকল মারলেত আপনি আমার নাম্বার পেয়ে যাবেন !!!
--- আশ্চর্য !! তাইলে এই মহান মিসকল দিবস পালন করবেন কিভাবে ???
---- আরে, এযে দেখছি, মিসকল দিবস না, মেয়েদের নাম্বার পাওয়ার সুদূরপ্রসারী চক্রান্ত !!
-- যাই হোক এতক্ষনে লাইনে আসছেন, এতক্ষন না বুঝেই লাফাইছেন ............
উপরের লেখাটি ফেইসবুক হতে সংগ্রহকৃত। গতকাল দেশে পালিত হল মিসকল দিবস। ইভেন্টের পেজটাতে হাজার হাজার নাম্বার এর ছড়াছড়ি। অধিকাংশ মানুষ তার নিজের নাম্বার দেয়নাই মিসকলের জন্য।
তাহলে কার নাম্বার দিল?? প্রশ্নটা এখানেই। এই প্রশ্নটি থেকে উপরেরে লেখাটির উদ্ভব। এত সহজে এত মোবাইল নাম্বার পাওয়া যায় তা আগে কোথাও দেখা যায় নাই। এরকম প্রতিবাদ করে মোবাইল কোম্পানিগুলার কোন ক্ষতি হচ্ছে না। বরং লাভই হচ্ছে কিছু কাস্টমার বাড়তেছে
এখন কথা হল মোবাইল কোম্পানিগুলো অতিরিক্ত চার্জ নেয় আমরা কি করতে পারি???
আপনি কি জানেন এদেশে যতগুলো মোবাইল কোম্পানি আছে তা আপনার আমার টাকায় টিকে আছে।
ওদের দেশ থেকে উৎখাত করতে হলে ওদের টাকার যোগান বন্ধ করতে হবে মানে আপনার টাকা দেয়া বন্ধ করতে হবে। ওরা হচ্ছে ড্রাকুলা এর মত মানে আপনার টাকা না পেলে বাচবে না। আমাদের দেশিয় কোম্পানি টেলিটক। কত অবহেলায় আছে। আপনারা নিজেরা নেটওয়ার্ক খারাপ বলে গালি দেন।
আপনারা কি করছেন এই কোম্পানিটার জন্য পকেটের সব টাকা তো জিপি, বাংলালিঙ্ক ওদেরকে গিয়ে দিচ্ছেন। আপনি ব্যবহার শুরু করেন। ২টা সিম ব্যবহার করলে একটা অবশ্যই যেন টেলিটক হয়। যারা একটা সিম ব্যবহার করেন তারা যদি পারেন টেলিটক ব্যবহার করেন ওদেরকে কিছুটা সুযোগ দিন। টেলিটক বেনিয়া শ্রেণির ফোন না।
এটাই আমাদের ফোন। আমি টেলিটক ব্যবহার করে প্রতিবাদে অংশ নিচ্ছি। আপনিও শুরু করে দেন প্রতিবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।