আমাদের কথা খুঁজে নিন

   

মিসকল বিড়ম্বনা



আমি আমাকে নিয়ে কখনো উৎকণ্ঠিত ছিলাম না। আমি জানি নিজেকে কিভাবে বাঁচিয়ে চলতে হয়। অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে চাইনি। এতটুকুন বয়ষ থেকে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম নানান ব্যস্থতায় যখন থেকে শুনেছি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা । ফলে অলসতা আমাকে কখনো কাবু করতে পারেনি।

আমি ছিলাম বরাবরের মত সতর্ক। কিন্তু চারিদিককার যত্তসব নোংড়ামি, টিজিং আর সস্তায় প্রেম নিবেদন আমাকে খুব পীড়া দেয়। মোবাইল বিড়ম্বনা যেন বেড়েই জলেছে দিব্যি দিয়ে। কে রুখবে তাকে। তবে আমি হতাশ নই।

এই যে লিখছি শুধুই কি লিখার জন্য?.......... তবে সামাজিক দায়বদ্ধতাও নিচক কম নয়। সমাজকে শুধরে দেবার দায়িত্ব আমাদের। আমাদের মতবাদ ‘আমরা নবীন’। আমরা তারণ্যের জয়গান গাই। এটাই হোক আমাদের পরিচয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।