ঈদের ছুটি। সঙ্গে পূজার ছুটি। ডাবল মজা! এই ছুটিতে কী করবে? কী আর করব, কিআ পড়ব! তা হতে পারে। কিআ’র জন্য লেখা তৈরি করব, ছবি আঁকব। তা-ও হতে পারে।
কিছু করব না। শুধু ঘুমাব। উত্তম প্রস্তাব। অভিযানে বেরোব। পাহাড়ে উঠব, জঙ্গলে যাব।
খুবই ভালো। হাতের মুঠোফোনে ভিডিও করে একটা ছবি বানিয়ে ফেলব। বাহ! ক্রিকেট খেলব। সাঁতার কাটব। দারুণ! টিভি দেখব আর ইন্টারনেটে বসে থাকব।
ডট কম একটু কম কম। মাঝেমধ্যে চোখটাকে একটু বিশ্রামও তো দেওয়া চাই। না হয় আকাশের দিকে তাকিয়ে থাকো। সবুজের দিকে তাকাও।
আর পারলে একটা কবিতা পড়ে ফেলো।
রবীন্দ্রনাথের কবিতা কিংবা কাজী নজরুল ইসলামের। আমরা সব সময়ই বলি, ‘মিথ্যা, মুখস্থ আর মাদককে “না” বলতে হবে। ’ ‘না’, ‘না’, ‘না’। কিন্তু কিছু জায়গায় মুখস্থ একেবারে খারাপ নয়। যেমন ধরো, নামতা কিংবা কবিতা।
এসো, একটা কবিতা নাহয় আমরা মুখস্থই করে ফেলি।
জানিয়ে রাখি, কিশোর আলো একটা মাসিক কিশোর পত্রিকা, এটা বেরোবে প্রতি মাসের শুরুতে। যাতে বেতন পেয়েই মা-বাবা, মামা-চাচা, ফুফু-খালা তোমাদের হাতে তুলে দিতে পারেন আনকোরা একটা কিশোর আলো। বুদ্ধিটা কেমন!
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।