আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাড়িটি

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

[সাইজ=3] আমাদের বাড়িটি সুখে আছে, বাড়িতে ঢকলে বোঝা যায় জুঁই ফল করবী জবা, কাঞ্চন সবকিছু আলো ছড়িয়ে আছে। ফুলের বণর্াঢ্য শোভার সঙ্গে বোঝা যায় বাড়ির ভেতরের লোকজন কেমন আছে ? আমাদের বাড়িটি আমার চাইতে সুখে আছে সুপারী গাছ সেগুন লতাগুল্ম গাছ গুলো বেড়ে উঠেছে এই বাড়ির চাইতেও উঁচু; বাড়িটির গা ঘেষে কৃষ্ণচূড়াটি বেড়ে উঠেছে। রাক্ষস, রাবন, স্বজন বাড়িটিকে হা করে গিলতে চেয়েছিল ! জিভ দিয়ে ভেংচি কেটেছিল কিন্তু বাড়িটি পাহাড়ের মত স্থির দাঁড়িয়ে আছে। আমাদের বাড়িটি সুখে আছে আমি কেন বাড়িটির মত সুখী হতে পারিনি ? আমার হৃদয় জমিনে সারি সারি পাতাবাহার নেই কোন জুঁই-যুথিকা মলি্লকা- হাস্নুহেনা...[/সাইজ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.