আমাদের কথা খুঁজে নিন

   

নিজেরা নিজেরা সহিংসতায় না জড়িয়ে এক হয়ে এস দেশ বাচাই

প্রিয় দেশ বাসী ও সচেতন সুনাগরিকের প্রতি আমার আকুল আহবান দেশ আমাদের এই মাটি আমাদের , পবিত্র স্বাধীনতা আজ সারাবাংলাদেশে একদল হিংস্র মানুষ রুপি পশুর নিকট ভুলুনটিত এবং পদদলিত , অন্যায় ভাবে ,ক্ষমতা লোভীদের মিথ্যা আইনের খড়গে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে । হচ্ছে যথা তথা নারি নির্যাতন , নির্বিশেষে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে তাদের হত্তা করা হচ্ছে । দেশকে গৃহযুদ্ধের দিকে টেলে দেওয়ার জন্য একদল সুবিধা ভুগি বিদেশী দালাল চক্র উটে পড়ে লেগেছে । শুধু তাই নয় বাংলাদেশের শেয়ার বাজার , বিল হাওর , টিপাইমুখ বাধ , সুন্দর বন সহ গুরুত্ত পূর্ণ অঞ্চলকে ভারতের নিকট লিজ দিয়ে তাদের ঘৃণ্য শ্যুন দৃষ্টিকে বাংলার উপর প্রবানিত করা হয়েছে । ফল স্বরূপ বাংলাদেশের অনেক নিরীহ মানুষকে বর্বর ভাবে হত্তা ও ঘুম করে ছলেছে সিমান্তে বিএস এফ কর্মীরা ।

শুধু ২০১২ সালের মধ্য উত্তর বঙ্গে বিএস এফ এর হাতে মারা পড়েছে ২০০ জনেরও অধিক মানুষ , নিখুজ হয়েছে আরও শতাধিক । হিমালয় পাহাড়ের অসংখ্য গুপ্ত পথ দিয়ে আসা ভারতের নানা পন্য বাংলাদেশের বাজার সয়লাব , এমনকি মদ , গাজা , সহ উত্তেজক ঔষধ ঐ পথ ধরে অবাধে ছিট মহল কর্তৃক চলছে রমরমা ব্যবসা । সরকার বা রাজনৈতিক প্রোপাগান্ডায় মিলছেনা এর প্রতিরোধ । বিএস এফ তাদের স্বার্থকে চরিত্রারথ করার জন্য কিন্তু বাঙ্গালী দের করে অযাচিত হয়রানী । কেন / আজ বিশ্বে বাং লাদেশের সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে ।

আমি সুক্ষ দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাই । সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য দরবার হলের বিদ্রোহ ঘটানো এবং ৭০ জন সামরিক হাই কমান্ড কে নির্বিচারে হত্তা কি এই যরযন্ত্রের অংশ নয় । লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা , তা আজ ঘৃণ্য চক্রান্ত কারিদের হাতের পুতুল । আমাদের আর বসে থাকার সময় নেই , হে বাঙ্গালী বীর সন্তানেরা এখনও সময় আছে দল মত নির্বিশেষে আমরা আমাদের পবিত্র স্বাধীনতাকে আর হারাতে চাইনা , আর কখনও অন্যায়ের নিকট মাথা নত নয় । তাই আসুন সবাই একসাথে রুখে দাড়াই অন্যায় যুলুম যাই পদধলে কুচক্রীদের আস্তানা দেই আগুন জ্বেলে যালিম আর শয়তানের বিষদাঁত ভেঙ্গে গর্জে উট বাঙ্গালী তিব্র প্রতিবাদের সঙ্গে ।

আমাদের স্বাধীনতা আমাদের পবিত্র আমানত তাই ভারতীয় দালালরা হুশিয়ার সাবধান সময় থাকতে বাংলা ছেঁড়ে পালাও । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.