আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি নিজেরা এই পাপ থেকে মুক্ত থাকব?

সবাইকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একে অন্যকে প্রচন্ড ভালবাসি। কিন্তু আজকাল অনেক সম্পর্কের মধ্যে দেখা যায় ভালবাসার মাত্রা এতটাই প্রবল যেটা শারীরিক সম্পর্কে রুপ নিচ্ছে। বৈধ নয়, অবৈধ শারীরিক সম্পর্ক। বিয়ের পূর্বে এই অবৈধ সম্পর্কের মাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যা অবর্ণনীয়।

বিশেষ করে অনেক মেয়ে এই অবৈধ সম্পর্কের জন্য মানসিক ভাবে ভেঙ্গে পড়ছে। এই শারীরিক সম্পর্ক সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। শুধু আমি ভবিষ্যতের একটা কথা তুল ধরতে চাই। যারা অবৈধ শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন তারা কি একবার ও ভাবছেন না তারাও একদিন বাবা-মা হবেন? তাদের ও সন্তান হবে? আমাদের সন্তান যদি এমন কাজ করে তাহলে কি আমরা মানতে পারব? আমাদের বাব-মা কি মানতে পেরেছে? প্রত্যেক মেয়ে একদিন মা হবে। মাকে সবাই আমরা সম্মানের উচ্চ স্থানে রাখি।

মা বলতে অন্য এক স্পর্শ বোঝায়। কোন সন্তানকি তার মায়ের সম্পর্কে খারাপ ধারণা করতে পারে? আপনি নিজে যখন সন্তানের মা হবেন তখন আপনার জেনা করার জন্য আপনি কি অপরাধী হবেন না? আপনার সন্তা্ন জানবে না কিন্তু আপনি নিজে এই পাপ এর জন্য চির জীবন দায়ী থাকবেন। ভুলে যাবেন না আপনি নিজে যা করছেন একদিন আপনার কাছে তা ফিরে আসবে। কথা গুলি শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের জন্য ও প্রযোজ্য। আপনি বাবা হবেন।

আপনার ও মেয়ে হবে। আপনি যদি কোন মেয়ের সাথে অনৈতিক কিছু করেন, আপনার নিজের প্রাণপ্রিয় মেয়ের সাথে এমন কিছু হতে পারে। তখন কি আপনি মানতে পারবেন? পারবেন না। এখন প্রশ্ন হলো এত কিছু ভাবার সময় কই? সামনে যা আছে তা করি। ভবিষ্যতের টা ভবিষ্যতে দেখা যাবে।

কিন্তু আপনি যদি এখন না ভাবেন তাহেল ভবিষ্যত আপনাকে আর ভাবার সময় দিবে না। নিজে যদি আপনার প্রাণপ্রিয় সন্তানের কাছে অপরাধী থাকতে চান তাহলে কারও কিছু বলার নাই। নিজের সন্তানের কাছে আপনি অপরাধী থাকতে পারবেন না। তাই আজ থেকেই অনৈতিক কিছু করা থেকে বিরত থাকুন। না হলে সারা জীবন এই দংশন বয়ে বেড়াতে হবে।

একজন ছেলে যদি কোন মেয়েকে অবৈধ ভাবে স্পর্শ করা থেকে দূরে থাকতে পারে তাহলে আপনার আদরের বোন, আপনার প্রাণপ্রিয় সন্তান ভাল থাকবে। আর মেয়ে হয়ে যদি অবেধ সম্পর্ক থেকে দূরে থাকেন তাহলে আপনি নিজে নিজের কাছে মুক্ত থাকবেন। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.