সাধারণ থাকার মধ্যে আনন্দ খুঁজে পাই.......
দৃশ্য-১:.. এইমাত্র ইমাম সাহেবের কথা শুনে সবাই সামনের কাতারে দাঁড়াচ্ছি, ফাঁকা জায়গা পুরণ করছি ।.. আমাদের পিছনরেকাতারে ফাঁকা পায়াগা দিয়ে আওয়াজ আসলো সামনের কাতার পূরণ করেন .....সামনে খালি আছে..... আরো জোরে শোনা গেল ভাইয়েরা সামনের কাতারে আসেন.....ইকামতের সাথে সাথে জোর গলায় আবারও শোনা যাচ্চে সামনের কাতার পূরণের আহবান.....
আসুন আমরা নিজেরাই সামনের কাতার পূরণে সামনে এগিয়ে যাই.......নিজের কাজ নিজেই করি।
দৃশ্য-২:....গাড়ি ভর্তি লোক ..... তবুও স্টপেজ এবং যাত্রী উঠছে .... স্থানসংকুলান হচ্ছে না ... তাতে কি...আমি গাড়ির ভিতরে থাকলে বলছি এত মানুষ তোলে কেনো? জায়গা নাই গাড়ির ভিতরে তার পরেও মানুষ তুলতেই থাকে ...তুলতেই থাকে ...ভিতরে জায়গা থাকলেও আমার সরতে বাধে... আমি কেন সরতে যাব...
.........
আর গাড়িতে উঠতে না পেরে যখন স্টপেজে অপেক্ষা করি তখন বাসের লোকদের বলি .... অনুরোধ করি ভাই ১টু পিছনে সরেন,,,,, ১টু জায়গা দেন ....
আসুন আমরা নিজেরাই পিছনের খালি জায়গায় এগিয়ে যাই.......নিজের যতটুকু সম্ভব চেষ্টা করি .... নিজেই করি....আর কারো জন্য অপেক্ষা না করি ।.....ভাবি আমাকেও হয়তো কষ্ট করে উঠতে হতে পারে ....তখন জায়গা করবে কে?
আপনার যদি মনে হয়... আমাদের আরও কিছু কাজ নিজেরা করলে নিজদের ই উপকার হবে.... দয়া করে বলবেন.....ধন্যবাদ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।