গত ছয় মাস তাদের কোনই খোঁজ-পাত্তা
ছিল না। দেশের লঙ্কাকাণ্ডে তাদের মেদ ভুঁড়ির
বাল’ডাও কমে নাই এক ইঞ্চি। নিজেগো নাকে তেল,
ভাত-ঘুম লইয়া ভালোই কাটছে সকাল-বিকাল।
মুভি দেইখা আর বিয়ারের পাইন্টে চুমুক দিয়া
পাবে বইসা এনজয় করতাছিলো ফুটবল ম্যাচ।
আর যারা দ্যাশে ছিলো তারা যাইতেছিলো বু’ফে
ডিনারে, ফেইসবুকে সমানে চেক-ইন মারতেছিলো।
আহ! বিদেশী-বিদেশী লাইফ। দ্যাশের খবর কইতে
চ্যানেল-আই, ফেইসবুক,আর গুগলে একটু চোখ-বুলানি :
কী কয় জামাত না হেফাজত সব আছে, পুলিশ-ফুলিশ
নাকি মরতাছে কিছু,সাইদী হুজুর নাকি চান্দে গেছে,
ফটিকছড়ি না বগুড়া কোনখানে কয় গণহত্যা হইছে,
শাহবাগে পোলাপাইন নাকি খালি ক্যাজ-ব্যাজ করে,
ব্লা-ব্লা-ব্লা……
এখন, ফেইসবুকে দুইটা গালি পড়ার লগে লগে
তাগো সুশীল রুচি চ্যাগায়ে উঠলো। অশ্লীলতার
হ্যারা ঘোর বিরোধী। বাংলা গালি কুরুচিপূর্ণ।
তয় হলিউড ছবিতে মাদারফাকার কইয়া গালি
পাড়লে সেইটা কাহিনির খাতিরে ঠিকই আছে।
গোপাল ভাঁড়ের আদিরস শালীনতা বিবর্জিত।
তয় মিঃ বিন অশালীন অঙ্গভঙ্গী কইরা বেটিগো
গা হাতাইলে বহুত আচ্ছা। তাড়িয়ে তাড়িয়ে রস
আস্বাদন কর। হাজার হোক সাদা চামড়া বইলা কথা।
হিউমার আর ভদ্রতা তুই ছোটলোক বাঙ্গালী মাউজ্ঞ্যা
বেশি বুজোছ হের থেইকা?
২১/০৪/১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।